করিলে রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ
♥️আলহামদুলিল্লাহ ♥️
জীবন প্রথমবারের মতো (B+) রক্তদান করলাম, আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই আমাকে সুস্থ রাখার জন্য ।
যে ভাইয়েরা রক্ত দিতে ভয় পান, তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, অন্তত একবার হলেও রক্ত দিয়ে দেখেন, নিজের মধ্যে কতটা ভালো লাগা কাজ করে, শুধু একটা কথা চিন্তা করে দেখেন আজ হসপিটালের বেডে যে মানুষটা শুয়ে আছে সেই আপনার যদি কোন একজন কাছের মানুষ হত, তাহলে কি আপনি ভয় পাই বলে এড়িয়ে যেতে পারতেন।
পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন সুস্থ রাখেন, এবং আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সবার পাশে থাকতে পারি।
Allhamdulliha
ReplyDelete