বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন

Friends human welfare foundation

About

নিঃস্বার্থ ভাবে কোন কাজ করতে চান,

অসহায় রোগীকে সেচ্ছায় করুন রক্তদান"

করিলে রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ।

বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন 

আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হলো, রক্ত দিয়ে মানুষের পাশে থাকা, যেন কোন মানুষ রক্তের জন্য মারা না যায় ।

বাঁচা মরার মালিক আল্লাহ , আমরা তো শুধু চেষ্টা করতে পারি , সেই চেষ্টা যেন কম না হয় , এই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

যে ভাইয়েরা রক্ত দিতে ভয় পান, তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, অন্তত একবার হলেও রক্ত দিয়ে দেখেন, নিজের মধ্যে কতটা ভালো লাগা কাজ করে, শুধু একটা কথা চিন্তা করে দেখেন, আজ হসপিটালের বেডে যে মানুষটা শুয়ে আছে, সেই যদি আপনার কোন একজন কাছের মানুষ হত, তাহলে কি আপনি ভয় পাই বলে এড়িয়ে যেতে পারতেন।

পরিশেষে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবার প্রয়োজনে পাশে থাকতে পারে।

No comments

Powered by Blogger.